এন্ডোস্কোপি কিভাবে করা হয়?

এন্ডোস্কোপি কিভাবে করা হয়? এন্ডোস্কপি কি এর মাধ্যমে কি কি রোগ ধরা পড়বে এর মাধ্যমে কি পেটের মধ্যে গ্যাস হচ্ছে কেন বা পেটের মধ্যে কোন ধরনের আলসার হয়ে গেছে কিনা বুকের উপরে কেন ব্যথা হচ্ছে আপার এবডোমেনে কেন পেইন হচ্ছে কিভাবে করতে হয় এন্ডোস্কপি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই আর্টিকেল পাবেন দেখেন বন্ধু এন্ডোস্কপি আর কিছু না এন্ডোস্কপি আমাদের যে ইসোফেগাস থাকে মানে যে খাদ্যনালীটা থাকে না এই ধরুন খাদ্যনালী আর এটা হচ্ছে আপনার ধরে রাখুন স্টমাক মানে পাকস্থলী আপনার ঠিক আছে পাকস্থলী এটা ধরুন ডিউডেনাম পার্টটা এটা পাইলোরিক জাংশন ঠিক আছে পাইলোরিক।

জাংশন এটা আপনার মুখ এখান দিয়ে আপনি খাবার খান এটা এদিকে আপনার একটা পাইপ আছে প্রায় 10 ইঞ্চি লম্বা যাকে বলা হয় ইসোফেগাস কি বলা হয় ইসোফেগাস মানে খাদ্যনালী আমরা খাওয়ার পর এই নালি দিয়ে খাবার পাকস্থলীতে যায় স্ট্রমাকে যায় এবার এইখানে আরো একটা জাংশন থাকে যাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন কি বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন একটা বাল্ব মানে খাবারটা খাওয়ার পর খাবারটা স্টমাক থেকে উপরের দিকে যাবে না এখানে আটকে যাবে একমুখী বাল্ব খাবারটা আসছে ঢুকে যাবে আবার উপরের দিকে যখন যাবে এটা পর্দাটা লেগে যাবে একটা বাল্ব থাকে তো।

এন্ডোস্কপিতে কি হয় একটা পাইপ একটা তার একটা তার থাকবে ধরুন একটা তারের মাথায় একটা ক্যামেরা লাগানো থাকবে একটা ক্যামেরা লাগানো থাকবে আর এখানে একটা কম্পিউটার থাকবে ঠিক আছে একটা কম্পিউটার থাকবে এটাকে আপনার গলার ভিতর দিয়ে ঢুকিয়ে এই পাইপ দিয়ে ভিতরে ঢুকে এই পাইপের ভিতরে কোন ধরনের প্রবলেম আছে কিনা মানে এই খাদ্যনালীর ভিতরে কোন ধরনের প্রবলেম আছে কিনা এর ভিতরের দেওয়ালটাকে দেখবে ধরুন একটা জলের পাইপ এর ভিতরের দেওয়ালে কিছু আছে কিনা আপনি যদি এটার ভিতরে ক্যামেরা ঢুকান তাহলে এর ভিতরে কিছু আছে আছে কিনা আপনি জানতে পারবেন এই পাইপটা দেখে নিলেন।

এন্ডোস্কোপি কিভাবে করা হয়?

এবার আপনি স্টমাকের ভিতর পাকস্থলীর ভিতর এসে পাইপটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এই স্টমাকের যে দেওয়াল আছে ওয়াল আছে সেই পোরশনটাকে দেখেন এটার ভিতরে দেওয়াল গুলো একদম ভালো আছে কিনা যেরকম এনাটমিক্যাল পজিশন সেরকম আছে কিনা নাকি এটার ভিতরে কোন ধরনের আলসার হয়েছে কোন ধরনের আলসার হয়েছে গার্ড হয়েছে জি ই আর ডি গার্ড আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারবেন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এমন একটা ডিজিজ যেটা এই মানে এন্ডোস্কপি করলে অনেকেরই ধরা পড়ে একটা কমন রোগ এটা হয়েছে কিনা নাকি এই যে বাল্বটা আছে সেটা খারাপ হয়ে গেছে কিনা।

মানে খাবারটা খাওয়ার পর স্টমাক থেকে উপরের দিকে বাদ যেতে যেতে ইসোফেগাসের একটা পার্ট স্টমাকের একটা পার্ট ধরুন এখানে একটা ডায়াফ্রাম থাকে এখানে একটা ডায়াফ্রাম থাকে ডায়াফ্রাম মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনার বুক আর এই পার্টটা হচ্ছে পেট পেটের মাঝ বরাবর একটা পর্দা থাকে পেট আর বুকুর মাঝ বরাবর এটা হচ্ছে ফুসফুস দুদিকে দুটো এখানে হার্ট থাকবে আর এই ডায়াফ্রাম থাকবে এই স্টমাকের ঠিক উপরটা স্টমাকের কিছু পার্ট ডায়াফ্রামের উপরে গিয়ে এখানে অনেকটা ফুলে যায় ফুলে যায় মানে এটাকে হায়াটাস হার্নিয়া বলা হয় কি বলা হয় হায়াটাস হার্নিয়া।

আরো পড়ুন: মাংসের বিকল্প প্রোটিন পাওয়া যাবে যে ২০ টি খাবারে

হার্নিয়া বুঝেছেন হার্নিয়াম অনেক সময় অনেকের অনেক জায়গাতে হয় পেটে হয় নিচেও হয় এখানে হয় অনেক জায়গাতে হয় তো এটা হাইয়াটাস হার্নিয়া বলে একটা রোগ হয়ে যায় অনেক সময় এটা দিয়ে উপরে উঠে যায় ভাতগুলো উপরে উঠতে উঠতে ইসোফেগার একটা জায়গা ফুলে যায় এরকম ফুলে যায় বা স্টোমাকের একটা জায়গায় ইসোফেগাজে চলে গেল ডায়াফ্রামের উপরে চলে গেল অনেক সময় শ্বাসকষ্ট হয় হার্ট বার্নিং হয় অনেক ধরনের প্রবলেম হয় তো এন্ডোস্কপিতে বেসিক্যালি এই পাইপটা ঢুকিয়ে স্টমাককেও দেখা হবে আর স্টমাকের পরে এই যে ইসোফেগাস পার্টটা আছে এখানে ডিসোফেগাস মানে সরি।

ডিউডেনাম পার্ট এই এই ডিউডোনাম পাইপ পার্ট পর্যন্ত কিন্তু ক্যামেরা যাবে ক্যামেরাটা এদিকে ঢুকে স্টমাকটা দেখে পুরো দেখে নেবে দেখে আবার ডিউডোনামের পার্টটার ভিতরে ঢুকে এটাও কিন্তু দেখে নেবে এই যতটা পার্ট দেখলো ক্যামেরা দিয়ে তার ভিতরে কোন ধরনের প্রবলেম আসে কিনা এটাই এন্ডোস্কপি এবার এটা করার জন্য আপনাকে প্রথমে হয়তো শুয়ে দেবে তার আগে শোয়ার পর আপনাকে এখানে লোকাল কোন একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হলো যাতে ওটা ঢুকানোর সময় আপনার খুব বেশি আনকমফর্টেবল ফিল না হয় ঠিক আছে আর পর আপনাকে এটা করা হবে এবং ডায়াগনোসিস করে আপনাকে এটা এখানে ঢুকিয়ে ক্যামেরা।

এন্ডোস্কোপি | চিকিৎসা পদ্ধতি ও ডায়াগনস্টিক টুল

ঢুকিয়ে এই টিভিতে দেখে ডাক্তার এটাকে রিপোর্ট দিয়ে দেবে বুঝেছেন এটাই হচ্ছে এন্ডোস্কপি তো এত ভয় পাওয়ার কিছু নেই জাস্ট একটা পাইপ এখানে কিন্তু একটা ক্যামেরা একটা পাইপের ভিতর দিয়ে ঢুকানো হচ্ছে যেদিকে ফ্রি রাস্তা আছে একদম ফ্রি রাস্তা এখানে আপনার ব্লিডিং এরও কোন ব্যাপার নেই ভয় পাওয়ারও কোন কারণ নেই যখন পাইপটা গলা দিয়ে ঢুকাচ্ছে আপনার খাদ্যনালী তো এই গলা দিয়ে যায় তাই না খাবারও তো এই খাদ্যনাল ভিতর দিয়ে যায় তাহলে একটা ছোট্ট ক্যামেরা ঢুকালে কি আপনার অসুবিধা হবে ওটা তো আবার বের করে নিয়ে নেবে দেখে ভিতরের জায়গাটা দেখে।

আবার ওটা বের করে নেবে আপনার ভয় পাওয়ার কোন কারণ নেই মানে একটু আনকমফর্টেবল ফিল হতে পারে কিন্তু এত রিস্কের কোন টেস্ট নয় আপনি এন্ডোস্কপি যেকোনো প্রাইভেট হসপিটালেও করতে পারেন সরকারি হসপিটালেও করতে পারেন তো এর মাধ্যমে আপনার স্টমাকে যদি আলসার থাকে এটাও দেখা যাবে ভিতরে এর ভিতরে যেকোনো ধরনের এবনরমালিটি স্টমাকের গায়ের মধ্যে ভিতরের মধ্যে ইসোফ্যাকাসের মধ্যে ডিউটেডমের মধ্যে এখানে একটা বাল্ব এখানে একটা পাইলক জাংশন গ্যাস্ট্রোসোফিজিয়াল জাংশন এগুলো পরিষ্কারভাবে আছে কিনা সেগুলো ক্যামেরা ঢুকে ভিতর থেকে চেক করার নামই হচ্ছে এন্ডোস্কপি ভালো থাকুন বন্ধুরা নিজের।

শেষ কথা?

এন্ডোস্কোপি হল একটি অত্যাবশ্যকীয় চিকিৎসা পদ্ধতি যা স্বাস্থ্যসেবা পেশাদারদেরকে ন্যূনতম আক্রমণাত্মকতার সাথে শরীরের অভ্যন্তরীণ কাঠামো কল্পনা ও মূল্যায়ন করতে দেয়। ক্যামেরা দ্বারা সজ্জিত নমনীয় টিউবগুলির মতো বিশেষ যন্ত্রগুলি ব্যবহার করে, ডাক্তাররা পরীক্ষার সময় অবস্থা নির্ণয় করতে, বায়োপসি করতে এবং এমনকি নির্দিষ্ট কিছু অসুস্থতার চিকিত্সা করতে পারেন। প্রক্রিয়াটিতে সাধারণত সতর্ক প্রস্তুতি, রোগীর আরামের জন্য নিরাময়, এবং ঝুঁকি কমিয়ে সঠিক ফলাফল নিশ্চিত করার জন্য দক্ষ কৌশল জড়িত থাকে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, এন্ডোস্কোপিক পদ্ধতিগুলি বিকশিত হতে থাকে, যা উন্নত নিরাপত্তা এবং কার্যকারিতা প্রদান করে। আপনি যদি এন্ডোস্কোপির প্রয়োজন হতে পারে এমন লক্ষণগুলির সম্মুখীন হন, আপনার বিকল্পগুলি নিয়ে আলোচনা করার জন্য আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন এবং আরও ভাল স্বাস্থ্যের দিকে একটি সক্রিয় পদক্ষেপ নিন।

Netbazardot.com
Netbazardot.comhttps://netbazardot.com
Medicine is the science and practice of caring for patients, managing the diagnosis, prognosis, prevention, treatment, palliation of their injury.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles